facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জেতা উচিত: সাকিব


২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার, ০২:০১  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জেতা উচিত: সাকিব

২০২৩ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। লম্বা বিরতির পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠে ফেরার আগে সাকিব বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতা উচিত।

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। ছুটি শেষ হওয়ার আগেই দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার কথা জানান সাকিব।

তিনি বলেন, ‘আশা তো সব সময় করি, আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সবসময়ই আমরা স্ট্রাগল করেছি। এই ফরম্যাটটা আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’ আগামী ৩০ মার্চ শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। তার আগে আজ জাতীয় দলে যোগ দেয়ার কথা সাকিবের।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ