facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ মার্চ বৃহস্পতিবার, ২০২৫

Walton

সংস্কার কি শুধু দুইবারের বেশি প্রধানমন্ত্রীত্বের সীমাবদ্ধতায়?


১২ মার্চ ২০২৫ বুধবার, ০৩:২৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সংস্কার কি শুধু দুইবারের বেশি প্রধানমন্ত্রীত্বের সীমাবদ্ধতায়?

শুধু একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই আইন করা কি যথেষ্ট সংস্কার? নাকি দেশের অর্থনীতি, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থারও সংস্কার প্রয়োজন? এ প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, "শুধু জাতীয় নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করাই কি সংস্কার? বাজারব্যবস্থা, চিকিৎসা খাতের উন্নয়ন কি সংস্কার নয়?"

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, "২০ কোটি মানুষের জন্য ন্যূনতম চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। আমরা কীভাবে জনগণের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব, সেটি কি সংস্কারের আওতায় পড়ে না?"

তিনি আরও বলেন, "শিক্ষাব্যবস্থার সঠিক সংস্কার ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি সম্ভব নয়। প্রতিটি রাজনৈতিক দলের এই বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা উচিত।"

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশদূষণ রোধে কার্যকর সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ