facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

‘সন্ত্রাসী’ ফাইজুল হক জুয়েল গ্রেপ্তার


১২ জানুয়ারি ২০২৫ রবিবার, ০৮:৫১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


‘সন্ত্রাসী’ ফাইজুল হক জুয়েল গ্রেপ্তার

ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুটপাট আর দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলা মজিবুল হক আকন্দ এর ছোট ভাই কুখ্যাত সন্ত্রাসী ফাইজুল হক জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টায় তার নিজ গ্রামের বাড়ি নবগ্রাম বাজার থেকে স্থানিয় ক্যাম্পের পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর পর ঝালকাঠি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, তিনি আওয়ামী লীগের দোষরদের সাথে জরিত থাকায় তাকে গ্রেপ্তার করে থানায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা আরো জানান, তার বড় ভাই মজিবুল হক আকন্দ চেয়ারম্যান থাকাকালীন পর্যায়ক্রমে দলীয় পদ ও দলের প্রভাব খাটিয়ে তিনি স্থানীয় নিরিহ লোকদের উপর অন্যায়ভাবে অত্যাচার এবং বিভিন্ন হুমকি দামকি দিয়ে আসছিল। তিনি বর্তমানে ইয়াবা ব্যাবসায়ের সাথে জরিত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসির অভিযোগ মেয়েদের উত্যাক্ত থেকে শুরু করে দলীয় প্রভাব খাটিয়ে অযথা হয়রানী এবং অনেকের নামে মিথ্যা মামলা করাতো জুয়েল। ৫ আগষ্টের পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার রাতে দেখার সাথে সাথে এলাকার মানুষ জুয়েলকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

এ ছাড়া ২০০২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের পরের দিন নবগ্রাম-ঝালকাঠি সড়কের মানিক মাঝির বাড়ীর সামনে পুলিশ তাকে তার স্ত্রী ও ভাগিনা নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মোল্লা ওরফে মনু মোল্লার ছেলে রনি মোল্লাকে আটক করলে জুয়েলের কাছ থেকে ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার করে তাকে জেল হাজতে প্রেরন করে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, জুয়েলকে শুক্রবার রাতে আটক করে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু তার বিরুদ্ধে কোন মামলা না থাকায় ৩৪ ধারায় শনিবার (১১ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী লীগের কোন পদে নেই।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: