facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

সন্ধ্যা ছয়টা থেকে ঢাকাসহ সারাদেশে কারফিউ


০৪ আগস্ট ২০২৪ রবিবার, ০৪:১১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সন্ধ্যা ছয়টা থেকে ঢাকাসহ সারাদেশে কারফিউ

১৫ ঘণ্টা শিথিলের মধ্যে আবারো রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ ঘোষণা করেছে সরকার। ঢাকাসহ সব বিভাগীয় শহর, জেলা সদর ও সিটি করপোরেশনে কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৪ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) বলবৎ করা হলো।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন চরম সহিংস রূপ নিলে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার। পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে কারফিউ শিথিল করা হয়। গতকাল শনিবার (৩ আগস্ট) রাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা (১৫ ঘণ্টা) কারফিউ শিথিল থাকবে।

তবে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার থেকে অসহযোগ আন্দোলন শুরু করেছে। আজ সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত প্রায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে নতুন করে কারফিউ ঘোষণা করল সরকার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: