facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ অক্টোবর শুক্রবার, ২০২৪

Walton

সবজির বাজার চড়া, কাঁচা মরিচ ৪০০ টাকা


১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার, ১২:৪১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


সবজির বাজার চড়া, কাঁচা মরিচ ৪০০ টাকা

গত কয়েক সপ্তাহ যাবৎ রাজধানীর বাজারে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এ সপ্তাহেও চড়া দাম বলবৎ রয়েছে। সপ্তাহের ব্যবধানে কোনো সবজির দাম কমেনি। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে সবচেয়ে কম দামের সবজি হিসেবে বিক্রি হচ্ছে পেঁপে। ক্রেতাকে এক কেজি পেঁপের বিপরীতে গুনতে হচ্ছে ৫০ টাকা। বাজারভেদে তা ৪০ টাকায়ও মিলছে। এদিন বাজার ঘুরে দেখা যায়, কচুরমুখী ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোল সাদা বেগুন এবং লম্বা বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গোল কালো বেগুনের দেখা নেই বাজারে।

করলার কেজি ৮০ টাকা, উস্তা ১০০ টাকা। কাঁকরোল ১২০ টাকা, পটল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে ঢেঁড়শ। বরবটির কেজি ১২০ থেকে ১৪০ টাকা। পাইকারি বাজারে ৪০ টাকা পিস দরে বিক্রি হওয়া প্রতিটি লাউ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা পিস হিসেবে। এছাড়া বাজারে দুন্দুল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙা ১২০ টাকা, শসা ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। তবে মহল্লার ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা কাঁচামরিচ বিক্রি করছেন ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে। বাজারে প্রতি পিস ফুলকপি ৬০ টাকা, ছোট আকারের বাঁধাকপি ৮০ টাকা, পাকা টমেটোর কেজি ২২০ টাকা, গাজর ১৮০ টাকা ও মুলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এসব সবজির দাম গত দুই সপ্তাহ ধরে একই অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। বাজারে লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা দরে। কাঁচা কলার হালি ৮০ টাকা। সবজির পাশাপাশি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শাক। পাইকারি বাজারে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে পুঁই শাক খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। লাল শাকের আঁটি ২৫ থেকে ৩০ টাকা। ৫০ টাকা আঁটি দরে বিক্রি গচ্ছে লাউ শাক। কলমি শাকের আটি ২০ টাকা। ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে ডাঁটা শাক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: