০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার, ১০:৩০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (CPGCBL) চূড়ান্ত নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জন্য রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে চাকরি পেলে বছরে লাখ টাকার বেশি বেতন এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে। তবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল, ১০ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
উপমহাব্যবস্থাপক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন)
উপমহাব্যবস্থাপক (কমার্শিয়াল)
ব্যবস্থাপক (এইচআরএম/অ্যাডমিন)
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য ফি: ১,০০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে এখানে
উপমহাব্যবস্থাপক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস, ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।