০৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ১০:৩৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার একজন। এসব পদে নিয়োগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও মাঠ পর্যায়ের অফিসগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব শূন্যপদ পূরণে ইতোমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তা চিঠি পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিসংখ্যান-২০২৩ অনুসারে, বর্তমানে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার একজন। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিপিএসসি শুধু প্রথম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার কর্তৃক অনুমোদিত অন্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ, অধীন দপ্তর/ সংস্থা/ করপোরেশন/কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে কাজ করে যাচ্ছে। বর্ণিত তথ্যমতে, দেশে বিপুলসংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। এমতাবস্থায় মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা ও মাঠপর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত শূন্যপদগুলো বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এসব শূন্যপদ পূরণে ইতোমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেসব তথ্য ওয়ার্ড ফাইলসহ পত্র প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
বিসিএসে ভাইভায় নম্বর কমাতে চায় পিএসসি : বিসিএসে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানোর উদ্যোগ নিয়েছে পিএসসি। বর্তমানে মৌখিক পরীক্ষা হয় ২০০ নম্বরের। পিএসসি চায় এ নম্বর ১০০ করতে। সেক্ষেত্রে বিসিএসের মোট ১১০০ নম্বরের পরিবর্তে ১০০০ নম্বর হবে। পিএসসির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবের অনুমোদন পেলে বিসিএসের মৌখিক পরীক্ষায় এটি কার্যকর হবে। ৪৪তম বিসিএস থেকেই এটি শুরু হতে পারে।
ফি অর্ধেক করার প্রস্তাব : এদিকে ৪৭তম বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে পিএসসি। এ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক (৩৫০) করা যায়।
এদিকে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার প্রকাশ করেছে পিএসসি। এ বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭, আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়, শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এই বিসিএসে আবেদনের জন্য গত ১ নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
যতবারই ইচ্ছা বিসিএস : একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় পিএসসি। মন্ত্রণালয়ে প্রস্তাব অনুমোদন হলে ৩২ বছর বয়স পর্যন্ত যতবার সুযোগ থাকবে ততবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রত্যাশীরা। পিএসসির একজন কর্মকর্তা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বয়স ৩২ পর্যন্ত একজন প্রার্থী চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চায় পিএসসি।
রেলওয়ের ৫১৬ পদের এমসিকিউ পরীক্ষা বাতিল : পিএসসির অধীনে রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল করা হয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের দশম গ্রেডের ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ লিখিত পরীক্ষা ৫ জুলাই অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পরীক্ষা আগামী বছরের মার্চে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল পিএসসি। সে সময় এই নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিলেন চাকরিপ্রার্থীরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।