facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

সরকারের আশ্বাসে তিতুমীর কলেজের আন্দোলন স্থগিত


০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১০:৫৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সরকারের আশ্বাসে তিতুমীর কলেজের আন্দোলন স্থগিত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিনদফা দাবিতে চলমান আন্দোলন ও অনশন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত নেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তাদের দাবির বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেওয়া হয়।

অনশন প্রত্যাহারের সময় শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙাতে দেখা গেছে তিতুমীর কলেজের অধ্যক্ষকে।

এর আগে, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ মহাখালী রেলপথ অবরোধ করেন। এতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন উল্টোপথে ফিরে যেতে বাধ্য হয়। বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা রেলপথে অবস্থান নিলে রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে ট্রেন থামাতে বাধ্য হন।

উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাস ধরে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাসবর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হলেও শিক্ষার্থীরা আশানুরূপ সাড়া না পাওয়ায় গত ২৯ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন।

শিক্ষার্থীদের ৭ দফা দাবি:

১. সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ২. প্রশাসন গঠন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম চালু করতে হবে। ৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে অথবা তাদের আবাসন ব্যয় সরকারকে বহন করতে হবে। ৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ‘আইন’ ও ‘জার্নালিজম’ বিভাগ সংযোজন করতে হবে। ৫. একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। ৬. শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আসন সংখ্যা নির্দিষ্ট করতে হবে। ৭. আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে।

সরকারের আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করলেও শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: