১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার, ০১:২৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
চেক জালিয়াতির অভিযোগে ক্রিকেট তারকা সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
আগামী ১৮ জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ মামলাটি গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে দায়ের করেন জাহিদুর রহমান। সংশ্লিষ্ট আদালত সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।