০৫ মার্চ ২০২৪ মঙ্গলবার, ০৭:৫১ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
নতুন জুতার ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাকিব আল হাসান |
তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবার জুতার ব্যবসায় নামলেন। তার মালিকানাধীন জুতার ব্র্যান্ডের নাম শাহ৭৫ (এসএএইচ৭৫)। দেশীয় নন-লেদার ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যৌথ উদ্যোগে যাত্রা শুরু হলো ব্র্যান্ডটির। রবিবার রাতে (৩ মার্চ) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাকিব আল হাসান।
ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, বিগত এক বছর ধরে আমি ব্র্যান্ডটি নিয়ে কাজ করছি। ব্র্যান্ড বড় করতে অবশ্যই আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। সবার ভালো পরামর্শ নতুন ব্র্যান্ডটির পণ্যের মানোন্নয়নে কাজে দেবে।
মাগুরা-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব বলেন, সব ধরনের ব্যবসাই ভালো লাগে আমার। মাছের ব্যবসাও আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, সেজন্যই স্টেপের সঙ্গে মিলেমিশে যাত্রা শুরু হল আমাদের।
সাকিব বলেন, নতুন ব্র্যান্ডের অধীনে স্পোর্টসওয়্যার, অ্যাকটিভওয়্যার, ফুটওয়্যার, ক্রিকেট গিয়ার ও এক্সেসরিজসহ পণ্য উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। শাহ৭৫ ব্র্যান্ডের উৎপাদিত পণ্য সারা দেশে থাকা স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে বিক্রি করা হবে।
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, আমরা সাকিব আল হাসানের নতুন ব্র্যান্ড এবং স্টেপ ফুটওয়্যারকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করব। বাকি পণ্য স্থানীয় ও বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
শামীম কবির আরও জানান, পণ্যগুলো বিক্রি করা হবে স্টেপের শোরুম থেকে। জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যারসহ নানা আইটেম পাওয়া যাবে এই ব্র্যান্ডের অধীন। ব্র্যান্ডেড জুতা তৈরির পাশাপাশি ট্রাভেল ট্রলি ও হোম ব্যাগও তৈরি করবে স্টেপ। সাকিবের সঙ্গে চুক্তির আওতায় শুধু জুতা, স্পোর্টস গিয়ার ও জার্সিসহ নন-লেদার ফুটওয়্যার উৎপাদন করবে কারখানাটি।
স্টেপ ফুটওয়্যার কোম্পানির তথ্যমতে, নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের তিনটি কারখানা রয়েছে। তিনটি কারখানাই বর্তমানে উৎপাদনে রয়েছে। এরমধ্যে দুটি কারখানায় ট্রলি ব্যাগ ও ব্যাকপ্যাক তৈরি করা হয়, আরেকটি কারখানায় জুতা তৈরির সরঞ্জাম তৈরি করা হয়। কোম্পানিটি এরইমধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভারত ও ইউরোপে পণ্য রপ্তানি করে থাকে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।