০১ নভেম্বর ২০২৪ শুক্রবার, ১০:০৫ এএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
রুশো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণ আসতে চলেছে। এই সিরিজের নাম ‘সিটাডেল: হানি বানি’। রাজ-ডিকে পরিচালিত সিরিজটিতে জুটি বেঁধে আসছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান ও দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভু।
আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামী ৭ নভেম্বর অ্যামাজন প্রাইমে আসছে ‘সিটাডেল: হানি বানি’। সম্প্রতি সিরিজটি ট্রেলার মুক্তি পেয়েছে। সিনেমায় দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা সামান্থাকে হাড় হিম করা অ্যাকশন করতে দেখা যাবে। এমন সিনেমাতে অভিনয় করায় বলিউড নায়িকাদের প্রশংসায় পঞ্চমুখ সামান্থা। অভিনেত্রী নিজেও খুশি এই ধারার সিনেমাতে অভিনয় করে।
সামান্থা জানিয়েছেন, জেমস বন্ডের কোনো নারী সংস্করণে অভিনয় করা তার স্বপ্ন। অ্যাকশন সিনেমাতে অভিনয়ের জন্য বলিউডের দীপিকা, আলিয়া, আনুষ্কার প্রশংসাও করেছেন তিনি।
এনিয়ে সামান্থা বলেছেন, ‘এই নতুন ধারার সিনেমাতে কাজ করতে পেরে আমি খুবই খুশি। আজকাল অনেক অভিনেত্রীই অ্যাকশন সিনেমাতে অভিনয় করছেন। আলিয়া করেছেন। ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফও করেছেন। দিশা, কিয়ারাও আজকাল এই ধরনের সিনেমা করছেন। কঙ্গনা রানাউত করেছেন। আনুষ্কা শেট্টিও অ্যাকশন করেছেন। নারীরা সিনেমার নিয়ন্ত্রণ রাখছেন, এটা দারুণ বিষয়।’
সিরিজ নিয়ে অভিনেত্রী বলেন, ‘এই সিরিজে আমরা সবার সহযোগিতা পেয়েছি। সিরিজটি মুক্তির দিন কাছাকাছি এসে গেছে। আর তাই আমি দারুণ খুশি।’ ‘হানি’র চরিত্রে প্রস্তাব পাওয়ার পর কী অনুভূতি হয়েছিল, সেটাও জানান এই দক্ষিণি তারকা।
সামান্থার কথায়, ‘এটা এক আন্তর্জাতিক গল্প। এতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছেন। তাই এই প্রস্তাব আসার পর আমার দুর্দান্ত লেগেছিল। এই সিরিজের কাহিনি মানুষের সঙ্গে জড়িয়ে আছে।’
‘সিটাডেল’-এর মাধ্যমে বরুণ ও সামান্থা স্পাই ইউনিভার্সে পা রাখতে চলেছেন। রাজ-ডিকে পরিচালিত এই সিরিজে বরুণকে ‘বানি’ ও সামান্থাকে ‘হানি’র ভূমিকায় দেখা যাবে। ‘সিটাডেল: হানি বানি’ নব্বই দশকের আধারে নির্মাণ করা হয়েছে।
সমালোচকেরা বলছেন, অ্যাকশন, আবেগ আর বাস্তবঘেঁষা চিত্রনাট্য মিলিয়ে সিরিজটি মন্দ নয়, তবে বড্ড চেনা গল্প। তবে এটা যে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত প্রথম সিরিজটির চেয়ে ভালো, সেটা প্রায় সব সমালোচকই বলেছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।