facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ মার্চ বৃহস্পতিবার, ২০২৫

Walton

সার্ক বাণিজ্যে কার লাভ বেশি—বাংলাদেশ নাকি ভারত?


১২ মার্চ ২০২৫ বুধবার, ০৩:৪০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সার্ক বাণিজ্যে কার লাভ বেশি—বাংলাদেশ নাকি ভারত?

দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ তুলনামূলক কম। রাজনৈতিক ও নীতিগত জটিলতার কারণে এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক বাণিজ্য কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক বিনিয়োগের চিত্র।

বাংলাদেশের রপ্তানি কম, আমদানি বেশি

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোতে ১৭৪ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে, এই দেশগুলো থেকে আমদানি করেছে ৯৭৬ কোটি ২৫ লাখ ডলারের পণ্য। অর্থাৎ, বাংলাদেশ আমদানির তুলনায় অনেক কম রপ্তানি করছে।

সার্কের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত

বাংলাদেশের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য ভারতেই। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে, তার ৯০ শতাংশই ভারতে। একইভাবে, সার্ক দেশগুলোর মধ্যে বাংলাদেশ যে পরিমাণ আমদানি করে, তার ৯২ দশমিক ১৯ শতাংশ আসে ভারত থেকে।

২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছে ৯০০ কোটি ডলারের পণ্য, যেখানে রপ্তানি করেছে মাত্র ১৫৬ কোটি ডলারের পণ্য। অন্যদিকে, পাকিস্তানে রপ্তানি করেছে ৬ কোটি ২১ লাখ ডলারের পণ্য, শ্রীলঙ্কায় ৫ কোটি ৫০ লাখ, নেপালে ৪ কোটি ৩৩ লাখ, আফগানিস্তানে ১ কোটি ৪২ লাখ, ভুটানে ৯১ লাখ এবং মালদ্বীপে ৪১ লাখ ডলারের পণ্য।

বাংলাদেশের প্রধান রপ্তানি ও আমদানি পণ্য

বাংলাদেশ সার্কভুক্ত দেশগুলোতে মূলত বস্ত্র, রাসায়নিক, প্রস্তুতকৃত খাদ্য, প্লাস্টিক ও রাবারজাত পণ্য রপ্তানি করে। অপরদিকে, ভারতসহ অন্যান্য দেশ থেকে মূলত কাঁচামাল, শিল্পপণ্য ও কৃষিপণ্য আমদানি করে।

প্রবাসী আয় ও বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ

সার্কভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশে রেমিট্যান্স আসে খুবই কম। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২,৩৯১ কোটি ডলার, যার মধ্যে সার্কভুক্ত দেশগুলো থেকে এসেছে মাত্র ৮ কোটি ২৯ লাখ ডলার।

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সার্কভুক্ত দেশগুলোর অবদান কম। এ সময় বাংলাদেশে মোট ১৪৭ কোটি ডলার এফডিআই এসেছে, যার মধ্যে মাত্র ২৪ কোটি ডলার এসেছে সার্কভুক্ত দেশগুলো থেকে।

বাণিজ্য বৃদ্ধির পথে প্রতিবন্ধকতা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক দেশগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা গেলে পারস্পরিক বাণিজ্য বাড়তে পারে। তবে নীতি ও বাণিজ্য ব্যবস্থার পার্থক্যের কারণে এই প্রক্রিয়া এখনো বাস্তবায়ন করা কঠিন।

সারকভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্যিক সুবিধা পাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশ আমদানির ওপর বেশি নির্ভরশীল। তবে রপ্তানি বাড়ানো এবং বাণিজ্যের ভারসাম্য রক্ষায় নীতিগত সংস্কার প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ