০৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ১২:৫৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নয় গুণ বেশি জমা পড়েছে।
জানা যায়, আইপিওর মাধ্যমে কোম্পানিটির ১৬ কোটি টাকা মূলধন উত্তলনের জন্য ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে। এর বিপরীতে নয় গুণের বেশি আবেদন জমা পড়েছে। এতে ৪৪৫ জন যোগ্য বিনিয়োগকারী আবেদন করেছেন।
এর আগে সিকদার ইন্স্যুরেন্সের আইপিও আবেদন গত ২১ ডিসেম্বর শুরু হয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলে। গত মাসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮২তম সভায় কোম্পানিটির এ আইপিও অনুমোদন দেয়া হয়। তথ্য অনুসারে, বিএসইসির নির্দেশনা মোতাবেক কোম্পানিটির আইপিওতে আবেদনের জন্য প্রত্যেক দেশী বিনিয়োগকারীকে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আর অনাবাসী বাংলাদেশীদের বিনিয়োগ থাকতে হবে ন্যূনতম ১ লাখ টাকা। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যার অভিহিত মূল্য ১০ টাকা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।