১৬ মার্চ ২০২৪ শনিবার, ১০:২২ এএম
চাকরি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০২তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বয়স ১৮ হলেই আবেদন করা যাবে। ২৪ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ আছে।
প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
ব্যাচ: ১০২তম ব্যাচ
পদের নাম: সিপাহী (জিডি)
শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতিদের জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতিদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং উপজাতিদের জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক
রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহীরা বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
আবেদন শুরু: ১৫ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।