facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

সুইফটের বিকল্প ব্যবস্থা গড়তে চাইছে ব্রিকস


২৮ জুলাই ২০২৪ রবিবার, ০৫:৩৯  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


সুইফটের বিকল্প ব্যবস্থা গড়তে চাইছে ব্রিকস

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—প্রাথমিকভাবে এ পাঁচ দেশ মিলে ব্রিকস গঠন করেছিল। পরে ইরান, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়াকে সদস্য করা হয়। এসব দেশ মার্কিন আধিপত্যের মোকাবেলায় আর্থিক লেনদেনের বিষয়ে বার্তা আদানপ্রদানের নিজস্ব মাধ্যম গড়ে তুলতে চাইছে।

এ খবর দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিকসভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে তথ্য বিনিময়ের জন্য একটি বিশেষ চ্যানেল এরইমধ্যে তৈরি করা হয়েছে। এ বিষয়ে রাশিয়ার সংসদ দুমার উপ-প্রধান আলেকজান্ডার বাবাকোভ বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের বিষয়ে বার্তা আদানপ্রদানের মাধ্যম সুইফটের মতো নতুন ব্যবস্থা ব্রিকস সদস্য দেশগুলোর অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করবে। নব্য ঔপনিবেশিক নিয়ন্ত্রণ মোকাবেলায় সুইফটের মতো নতুন ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। এছাড়া, আফ্রিকার দেশগুলোর উন্নয়নে পশ্চিমারা আর্থিক সহায়তা দেয় না। কিন্তু, এই ব্যবস্থা এ ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

উল্লেখ্য, সুইফট এর পূর্ণরূপ হচ্ছেঃ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকম্যুনিকেশন। বিশ্বব্যাপী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক লেনদেন করতে এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়। আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য সুইফটকে একটি নিরাপদ নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটি মূলত একটি তাৎক্ষণিক মেসেজিং ব্যবস্থা, যা কোনো লেনদেনের ব্যাপারে গ্রাহককে তাৎক্ষণিক জানিয়ে দেয়। বিশ্বের অধিকাংশ ব্যাংক নিজেদের মধ্যকার বার্তা আদান প্রদানের কাজে সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ