০৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১১:১৪ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব ধরনের বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ অর্থাৎ হাইকোর্ট ও আপিল বিভাগে বিচার কার্যক্রম বন্ধ থাকবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।