facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

সুস্থতার বার্তা প্রচার নিয়ে ক্যাম্পেইনে জাতীয় নারী দলের ফুটবলাররা


১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ০৯:২৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সুস্থতার বার্তা প্রচার নিয়ে ক্যাম্পেইনে জাতীয় নারী দলের ফুটবলাররা

ব্র্যাক ইউনিভার্সিটিতে নারীদের জন্য ফিটনেস ও সুস্থতার বার্তা প্রচারে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ তারকা ফুটবলার মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভিন।

সোমবার নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে “ইউএসএআইডি হেলদিয়ার ইন মোশন’ শীর্ষক এই ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই ইভেন্টে একত্রিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও ফিটনেসপ্রেমীরা। এই অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে নারী ও শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব এবং নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। এসময় ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারী ও নারী শিশুদের জন্য সামাজিক প্রতিবন্ধকতা দূর করা ও তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্বসমূহকে প্রাধান্য দেওয়া হয়।

ব্র্যাক ইউনিভার্সিটিদের মাঝে জেন্ডার সমতা এবং ইতিবাচকতা তুলে ধরতে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে একটি ফুটসাল ম্যাচে অংশ নেন। এছাড়া শিক্ষার্থীরা ঢাকা ফ্লো এর প্রতিষ্ঠাতা এবং ক্যাম্পেইনের শুভেচ্ছাদূত শাজিয়া ওমর-এর নেতৃত্বে একটি যোগব্যায়াম সেশনে অংশ নেন। এই সেশনটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই সাথে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন বিষয়ে অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে ফুটবল, যোগব্যায়াম এবং বক্সিংসহ বিভিন্ন ফিটনেস কার্যক্রমের আয়োজন করা হয়।

ইউএসএআইডি হেলদিয়ার ইন মোশন ক্যাম্পেইনটি যৌথভাবে পরিচালনা করছে ‘খেলবেই বাংলাদেশ’ এবং ‘ঢাকা ফ্লো’। এই ক্যাম্পেইনটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো বলিষ্ট করতে নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ করে। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা দূর করা। সেই সাথে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে বিশেষভাবে নারীরা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি মনোযোগ হতে পারে এবং শরীরচর্চাসহ বিভিন্নরকম খেলাধুলায় অংশগ্রহণ করতে অনুপ্রাণিত হয়। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। এতে যুবসমাজ, নারী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নিয়ে থাকেন। এসব অনুষ্ঠানে ফিটনেস বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত করার মাধ্যমে কীভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেসব বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ