১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০১:০৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও রাতযাপনের সুযোগ পাবেন। তাই ভ্রমণের পরিকল্পনা থাকলে আগেভাগে টিকিট বুকিং নিশ্চিত করুন।
এবারের পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি। বিকল্প হিসেবে কক্সবাজার থেকে সরাসরি জাহাজে সেন্ট মার্টিন পৌঁছানো যাবে।
কক্সবাজারের নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটি থেকে জাহাজ প্রতিদিন সকালে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেলে ফিরে আসে। ভ্রমণের সময়সূচি ঠিক রেখে পরিকল্পনা করুন।
সেন্ট মার্টিন ভ্রমণের জন্য আলাদা করে ট্রাভেল পাস বা নিবন্ধনের প্রয়োজন নেই। জাহাজের টিকিট বুকিং করলেই প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এ কাজটি করে দেবে।
চলাচলের অনুমতি পাওয়া জাহাজগুলোর ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া জাহাজের গ্রাহকসেবা নম্বরে কল করেও টিকিট বুকিং করা যাবে। বিভিন্ন ট্রাভেল এজেন্টের মাধ্যমেও টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে।
কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে এই মৌসুমে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। তবে সব জাহাজ এখনও যাত্রা শুরু করেনি। জাহাজগুলোর তথ্য ও টিকিট সংগ্রহের জন্য নিচের যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন—
সেন্ট মার্টিনে ভ্রমণ আপনার জন্য আনন্দময় ও স্মরণীয় হোক! আগেভাগে পরিকল্পনা করে রাখুন, আর ভ্রমণটি উপভোগ করুন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।