১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার, ১২:১২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। যেখানে আগামী ২২ মার্চ আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।
দলের সঙ্গে যোগ দিতে আজ মঙ্গলবার ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশ তারকা মোস্তাফিজ। এ নিয়ে ফিজ খ্যাত তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্ট করেছেন। বিমানবন্দরে নিজের একটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেন, আমার নতুন অ্যাসাইনমেন্টের জন্য রোমাঞ্চিত ও মুখিয়ে আছি। আইপিএল ২০২৪ এর যোগ দিতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া চাচ্ছি, যেন সেরাটা দিতে পারি।
এর আগে আইপিএলের নিলামে মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। যেখানে বাঁহাতি এই পেসারের পঞ্চম আইপিএল দল হতে যাচ্ছে চেন্নাই। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে এর আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও সবশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে। আইপিএলে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলে ৭.৯৩ ইকোনমিতে ৪৭ উইকেটের মালিক ফিজ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।