facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

সেরা ১০ স্মার্টফোন


১১ অক্টোবর ২০১৬ মঙ্গলবার, ০৪:৫৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


সেরা ১০ স্মার্টফোন

অপারেটিং সিস্টেমের ভিত্তিতে স্মার্টফোন দুটি প্রধান শিবিরে বিভক্ত: আইওএস এবং অ্যান্ড্রয়েড। এই দুটি অপারেটিং সিস্টেম যথাক্রমে অ্যাপল এবং অন্য আর সকলে ব্যবহার করে। তবে অ্যাপলের অপারেটিং সিস্টেম অনেকে বেশি অভিজাত বা মার্জিত এবং সুসংহত। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অনেক বাড়তি সুবিধা আছে।

অ্যান্ড্রয়েডে আপনি চাইলেই সনি এবং স্যামসাংয়ের মতো ব্র্যান্ডগুলোতে কোনো দ্বিঁধা ছাড়াই স্থানান্তরিত হতে পারবেন। স্মার্টফোনের আরেকটি অপারেটিং সিস্টেম হলো মাইক্রোসফট উইন্ডোজ। তবে মাইক্রোসফটের স্মার্টফোন সংখ্যায় খুবই কম এবং এতে অনেক অ্যাপসই নেই।

বেশিরভাগ ফোনেই আগে চার্জ দেওয়ার জন্য মাইক্রো ইএসবি সকেট ব্যবহার করা হত। কিন্তু নুতন অনেক ফোনে এর জায়গায় ইইএসবি-সি ব্যবহার করা হচ্ছে। ফলে এগুলোতে আর আগের চার্জার কাজে লাগবে না। অ্যাপলের সর্বশেষ স্মার্টফোনে একই পোর্টে চার্জ এবং অডিও ব্যবস্থাপনা করা হচ্ছে। ফলে এর সর্বশেষ আইফোনে কোনো হেডফোন জ্যাক নেই।

মাইক্রোসফট ফোন ছাড়া বেশিরভাগ নতুন আইফোনে ফোনটি খোলার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া অ্যাপল পে এবং অ্যান্ড্রয়েড পের জন্য এটিকে একটি ভার্চুয়াল ওয়ালেট হিসেবেও ব্যবহার করা যাবে।

এখানে বাজারের সেরা ১০টি স্মার্টফোনের বিবরণ এবং তাদের মূল্য তালিকা তুলে ধরা হলো:

১. অ্যাপল আইফোন ৭ প্লাস : ৮৮৫ মার্কিন ডলার

অ্যাপলের সর্বশেষ আইফোনে একটি আকর্ষণীয় ১২ মেগা পিক্সেলের ক্যামেরা আছে। ল্যান্ডস্কেপের জন্য এতে ওয়াইড অ্যাঙ্গেলস লেন্স আর পোট্রেইটের জন্য একটি টেলিফটো আছে। এটি পানি নিরোধক। এটি দ্রুত গতিতে কাজ করে। এর ব্যাটারি আইফোন সিক্স এস প্লাসের চেয়ে একঘন্টা বেশি স্থায়ী হয়। যা পুরো একদিনের জন্য যথেষ্ট। এর ডিসপ্লেটি ৫.৫ ইঞ্চি। ফলে সবার হাতেই এটি আঁটবে না। এর ৪.৭ ইঞ্চি ডিসপ্লে সম্বলিত একটি সংস্করণও আছে। অ্যাপলের তারবিহীন এয়ারপড আপনার পকেট থেকে আরো ১৯৫.৮ ডলার খসাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ