১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, ০৫:২৭ পিএম
শেয়ার বিজনেস24.কম
সেলফি তুললেই আইফোন পাওয়া যাবে বলে সম্প্রতি রাশিয়ায় ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১৮ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ভোট দেয়ার পর সেরা সেলফিটি তুললেই পাওয়া যাবে অ্যাপলের আইফোন।
নির্বাচনের দিনে উৎসবের আমেজ সৃষ্টি করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এটিও তার মধ্যে একটি।
মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে সাত সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের আইফোন ৭, আইপ্যাড, অ্যাপল ওয়াচ পুরস্কার হিসেবে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ‘ছবি ও ভোট’ এর পরিকল্পনাকে সফল করতে খেলোয়াড় ও অভিনয়শিল্পীদেরও সাহায্য নেয়া হবে।
মার্চের ভোটে ভ্লাদিমির পুতিন চতুর্থবারের মতো নির্বাচিত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ক্রেমলিন কোনো ঝুঁকি নিতে চায় না। তারা কমপক্ষে ৭০ শতাংশের ভোটে পুতিনের বিজয় নিশ্চিত করতে আগে থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে। সূত্র : পলিটিকো
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।