০৫ এপ্রিল ২০২৩ বুধবার, ১১:১৭ এএম
ধর্ম ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
মুসলমানদের কাছে রমজান সবচেয়ে পবিত্র মাস। এ মাসে আল্লাহতায়ালা বান্দার দোয়া কবুল করেন। রাসুল (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না—বাবার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া।’ (বায়হাকি: ৩/৩৪৫)।
পবিত্র এ মাসে দোয়া কবুলের আরও বিশিষ্ট কিছু সময় আছে। সেগুলোর অন্যতম হলো—রাতের শেষ তৃতীয়াংশ (সেহরির সময়)।
রাতের এই অংশে দোয়া-ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। তাঁর নৈকট্য লাভে এ সময়ের দোয়া বেশ ফলপ্রসূ। পবিত্র কোরআনে এ সময়ের দোয়ার প্রশংসা করে বলা হয়েছে, ‘তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।’ (সুরা আল ইমরান: ১৭)
এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো, কে আমার কাছে চাইবে আমি তাকে দান করবো, কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করবো।’ (বুখারি শরিফ : ১১৪৫)
এজন্য আমাদের সবার উচিৎ—সময়টিকে কাজে লাগানো। সেহরিতে যেহেতু উঠতেই হয়, তাই এ সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মনের কথাগুলো বললে আশা করি—তিনি আমাদের ফেরাবেন না। আল্লাহ আমাদের তাওফিক দান করেন। আমিন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।