facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

সোনার বাজারে লাগামহীন দৌড়: ভরি ছুঁলো ১ লাখ ৬৭ হাজার টাকা


২০ এপ্রিল ২০২৫ রবিবার, ১২:২২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


সোনার বাজারে লাগামহীন দৌড়: ভরি ছুঁলো ১ লাখ ৬৭ হাজার টাকা

আন্তর্জাতিক বাজারের উত্তেজনা ছুঁয়ে গেছে দেশীয় বাজারেও। প্রতিদিনই সোনার দামে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। সেই ধারাবাহিকতায় শনিবার আবারও বাড়ল দাম—ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা। ফলে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বাড়ার কারণে এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা রোববার থেকে কার্যকর হবে। এর আগে গত বুধবার ভরিপ্রতি ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকায় উঠেছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ভরিপ্রতি ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায়। এর পাশাপাশি বিক্রয়ের সময় ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ নির্ধারিত মজুরি যোগ করতে হবে বলে জানিয়েছে বাজুস।

বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতির জন্য ব্যবসায়ীরা বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা ও ডোনাল্ড ট্রাম্পের আমদানিশুল্ক বৃদ্ধিকে দায়ী করেছেন। বিশ্ববাজারের সাথে তাল মেলাতে না পারলে বাংলাদেশ থেকে সোনা পাচারের ঝুঁকি তৈরি হবে বলেও সতর্ক করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ