facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ অক্টোবর শনিবার, ২০২৪

Walton

সোনিয়া বশির কবির আরও তিন দেশে মাইক্রোসফটের এমডির দায়িত্বে


১৮ নভেম্বর ২০১৭ শনিবার, ০৩:৩৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


সোনিয়া বশির কবির আরও তিন দেশে মাইক্রোসফটের এমডির দায়িত্বে

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির প্রতিষ্ঠানটির নেপাল, ভুটান ও লাওস শাখারও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন।

শনিবার মাইক্রোসফট বাংলাদেশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই চার দেশে মাইক্রোসফটের ‘ডিজিটাল ট্রান্সফরমেশনের’ লক্ষ্যপূরণ সংক্রান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন সোনিয়া। এছাড়া দায়িত্ব পালনকালে সরকারি, বেসরকারি ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আসন্ন প্রযুক্তি বিপ্লব সংক্রান্ত অবকাঠামোভিত্তিক কাজ করবেন তিনি।

মাইক্রোসফটের পাশাপাশি জাতিসংঘের আওতাভুক্ত টেকনোলজি ব্যাংক ফর ডেভেলপড কান্ট্রিজের (এলডিসিএস) গভর্নিং কাউন্সিল মেম্বার হিসেবে কাজ করছেন তিনি।

সম্প্রতি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি সপ্তাহে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) সংক্রান্ত সেরা দশ পথিকৃতের একজন হিসেবে সোনিয়া বশির কবিরকে স্বীকৃতি দিয়েছে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট। এছাড়া ২০১৬ সালে মাইক্রোসফট ফাউন্ডারস অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেন তিনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: