০২ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার, ০৬:০৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শনিবার দেশটিতে ঈদের চাঁদ উঠবে। সে হিসেবে দেশটিতে ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদ দেখা অনুসারে সৌদি আরবে জিলহজ মাসের প্রথম দিন নির্ধারিত হয়েছে ৩ সেপ্টেম্বর।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতের আকাশেও আজ চাঁদ দেখা যায় নি।
সাধারণত বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ হয়ে থাকে। সে হিসেবে এখানে আগামী ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।