facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩১ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

স্কয়ার ফার্মার বিক্রি কমলেও মুনাফায় রেকর্ড


১৬ নভেম্বর ২০২৪ শনিবার, ১২:০০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


স্কয়ার ফার্মার বিক্রি কমলেও মুনাফায় রেকর্ড

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে দেশের শীর্ষ ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবসায়। ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির বিক্রি আগের বছরের তুলনায় ৬ কোটি টাকা কমেছে। তবে শেয়ারবাজার, ব্যাংক সুদ, ও সহযোগী প্রতিষ্ঠানের আয়ের কারণে মুনাফায় উল্টো উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

বিক্রির হ্রাস: প্রথমবারের ধাক্কা

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্কয়ার ফার্মার বিক্রি হয়েছে ১,৭৭৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১,৭৮১ কোটি টাকা। বিক্রিতে এ ৬ কোটি টাকার বা ০.৩৬ শতাংশ হ্রাস কোম্পানিটির জন্য একটি বিরল ঘটনা।

খরচ বেড়েছে: চাপ সামলাতে হিমশিম

উৎপাদন খরচ বেড়ে দাঁড়িয়েছে ৮৮৩ কোটি টাকায়, যা আগের বছরের একই সময় ছিল ৮৬৬ কোটি টাকা। বিপণন খরচও উল্লেখযোগ্যভাবে বেড়ে হয়েছে ৩০৬ কোটি টাকা, যা গত বছর ছিল ২৪৮ কোটি। ফলে পরিচালন মুনাফা কমে দাঁড়িয়েছে ৫৩৫ কোটি টাকায়, যেখানে গত বছর ছিল ৬২৬ কোটি।

মুনাফায় উল্টো উল্লম্ফন

বিক্রি কমলেও স্কয়ার ফার্মা ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা করেছে ৬৮৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬০৬ কোটি টাকা।
এই মুনাফার পেছনে প্রধান কারণ হিসেবে ব্যাংক সুদ ও শেয়ারবাজার থেকে আয়কে উল্লেখ করেছেন কোম্পানি সংশ্লিষ্টরা।

ব্যাংক ও শেয়ারবাজার থেকে আয়: ব্যাংকের সুদ ও লভ্যাংশ বাবদ আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ কোটি টাকায়, যা গত বছর ছিল ১০৯ কোটি টাকা।
সহযোগী প্রতিষ্ঠান থেকে আয়: এ বাবদ আয় বেড়ে হয়েছে ৫৭ কোটি টাকা, যা গত বছর ছিল ৩৬ কোটি।

মূলধনি মুনাফা: শেয়ার বিক্রি থেকে ৭২ কোটি টাকা মুনাফা হয়েছে, যা গত বছর ছিল মাত্র ৯ কোটি।

কোম্পানি কর্তৃপক্ষের মন্তব্য

স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক (ফিন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি) মো. জাহাঙ্গীর আলম বলেন, "জুলাই–আগস্টের আন্দোলন ও বন্যার কারণে প্রথমবারের মতো বিক্রি কমেছে। তবে ব্যাংকের সুদ, সহযোগী প্রতিষ্ঠানের আয়, এবং শেয়ারবাজারে বিনিয়োগের কারণে আমাদের মুনাফা বেড়েছে।"

বন্যা ও আন্দোলনের কারণে সাময়িক বিপর্যয় সত্ত্বেও কোম্পানিটি বহুমুখী আয় উৎসের মাধ্যমে নিজেদের মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা তাদের কার্যকর কৌশলেরই উদাহরণ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: