facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড়ল ২৯০৪


১৯ আগস্ট ২০২৪ সোমবার, ১০:০৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে বাড়ল ২৯০৪

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার এক ভরি দাম বেড়ে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা হবে। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দাম সোমবার (১৯ আগস্ট) থেকে কার্যকর হবে। রোববার (১৮ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ২০ হাজার ৮০ টাকায়। বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৮৩ হাজার ১৯৯ টাকা হবে।

তবে সোনার দাম বাড়ানোর পরেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ