facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

"স্বল্প দামে সবকিছু: তরুণীদের কেনাকাটার ঠিকানা হোপ মার্কেট!"


১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১০:৫৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


 

মিরপুরের হোপ মার্কেট: কেনাকাটার স্বর্গ তরুণীদের জন্য
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে হোস্টেলের বড় আপুদের হাত ধরেই মিরপুরের হোপ মার্কেট আমারও প্রিয় কেনাকাটার জায়গা হয়ে উঠল। প্রথমে ভিড়ে কিছুটা হোঁচট খেলেও এখন এই বাজারের অলিগলি আমার নখদর্পণে।

কেন হোপ মার্কেট এত জনপ্রিয়?
মিরপুর ১০-এর বি ব্লকের ১১ নম্বর সড়কে অবস্থিত হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে গড়ে ওঠা এই মার্কেটের শুরুটা হয়েছিল ১৫ বছর আগে। সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য পাওয়ার কারণে দ্রুতই জায়গাটি হয়ে ওঠে তরুণীদের কেনাকাটার আকর্ষণ। মেট্রোরেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে গত দুই বছরে হোপ মার্কেটের জনপ্রিয়তা আরও বেড়েছে।

কি কি মিলবে এখানে?

কুর্তা ও কামিজ:
সুতি, লিনেন ও জর্জেটের বাহারি ডিজাইনের কুর্তা পাওয়া যাবে ৪০০ থেকে ৭০০ টাকা। পাশাপাশি টপ, কাফতান ও লং শার্ট মিলবে মাত্র ২০০ থেকে ৫০০ টাকা

জিনস-প্যান্ট:
গ্যাবার্ডিন, ডেনিম কিংবা আরামদায়ক কার্গো প্যান্ট পাওয়া যাবে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে

জুতা ও নাগরা:
রঙিন রাজস্থানি নাগরা কিংবা হালকা স্নিকার্স ও হিল শো’র দাম ১০০ থেকে ৪০০ টাকা

ব্যাগের কালেকশন:
হাতব্যাগ ও টোটব্যাগের দারুণ কালেকশন মিলবে মাত্র ২০০ থেকে ৫০০ টাকায়

সিরামিকের পণ্য:
মগ, কাপ, প্লেটসহ নান্দনিক সিরামিক সামগ্রী শুরু হচ্ছে ১০০ টাকা থেকে।

সাজগোজের পণ্য:
লিপস্টিক, আইলাইনার, কানের দুল কিংবা ঝুমকা—সবকিছুই পেয়ে যাবেন ২০ থেকে ২০০ টাকার মধ্যে

কেনাকাটার পর স্ট্রিট ফুড:

হোপ মার্কেটে কেনাকাটার ফাঁকে ফাঁকে স্ট্রিট ফুডের দোকানগুলোতে তৃপ্তির হাসি ফুটবেই।


কেন যাবেন হোপ মার্কেটে?
কম বাজেট, প্রচুর কালেকশন আর এক ছাদের নিচে সবকিছু—হোপ মার্কেট-এর চেয়ে ভালো বিকল্প আর কী হতে পারে! সপ্তাহের সাত দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা এই বাজারে ভিড় এড়াতে চাইলে ছুটির দিন বাদ দিয়ে ঘুরে আসাই বুদ্ধিমানের কাজ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: