facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

স্মার্টফোনে আর্মরশেল প্রোটেকশন: টেকসই ও নিরাপত্তার নতুন মাত্রা!


১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০১:৪২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


স্মার্টফোনে আর্মরশেল প্রোটেকশন: টেকসই ও নিরাপত্তার নতুন মাত্রা!

স্মার্টফোনের জগতে নতুন মাত্রা যোগ করেছে আর্মরশেল প্রোটেকশন ফিচার। সাম্প্রতিক সময়ে এই প্রযুক্তিযুক্ত স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে অনেকেই এখনও জানেন না, এই বিশেষ ফিচার কীভাবে তাদের স্মার্টফোনকে টেকসই ও সুরক্ষিত রাখতে সাহায্য করে।

আর্মরশেল প্রোটেকশন: কীভাবে কাজ করে?

স্মার্টফোনের স্থায়িত্ব ও সুরক্ষা বাড়াতে আর্মরশেল প্রোটেকশন ফিচারে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এতে ব্যবহৃত হয়েছে উন্নত প্রযুক্তি ও শক্তিশালী উপাদানসমূহ, যা ফোনকে বিভিন্ন ধরণের ক্ষতি থেকে রক্ষা করে।

আর্মরশেল প্রোটেকশনের মূল ফিচার:

শক্তিশালী ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো - ফোনের মজবুত গঠন নিশ্চিত করে।
সমন্বিত ধাতব ফ্রেম - অতিরিক্ত স্থায়িত্ব প্রদান করে।
মজবুত গ্লাস - স্ক্র্যাচ ও ফাটল প্রতিরোধে কার্যকর।
কোটেড প্রোটেকশন - দাগ ও ধুলো থেকে রক্ষা করে।
শক শোষণকারী সার্কিট বোর্ড ফিল্ম - ফোনের ভেতরের অংশ সুরক্ষিত রাখে।
উপাদান সংযোজনকারী গ্লু - দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে।
স্ক্রিন সুরক্ষার বেজেল - ডিসপ্লেকে সুরক্ষিত রাখে।
ইনসিওল ডিজাইন - পানি ও ধুলো প্রবেশ প্রতিরোধ করে।

এইসব ফিচারের মাধ্যমে স্মার্টফোনটি বাঁকানো, পড়ে যাওয়া এবং দাগ লাগা থেকে রক্ষা পায়। অভ্যন্তরীণ সিলিং ও ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির কারণে ফোনটি হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধুলো-ময়লা থেকেও নিরাপদ

রিয়েলমির নোট ৬০ সিরিজে আর্মরশেল প্রোটেকশন!

চীনা স্মার্টফোন নির্মাতা রিয়েলমি তাদের নোট ৬০ মডেলের মাধ্যমে দেশের বাজারে প্রথমবারের মতো আর্মরশেল প্রোটেকশন ফিচার যুক্ত স্মার্টফোন নিয়ে এসেছে। এই সিরিজের সর্বশেষ মডেল নোট ৬০এক্স, যা ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে এসেছে।

নোট ৬০এক্স-এর বিশেষ ফিচার:

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ