২১ জুলাই ২০২৩ শুক্রবার, ১০:৫৯ এএম
শেয়ার বিজনেস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
নতুন নতুন সেবা সংযুক্ত করে স্মার্ট অ্যাপের নতুন ভার্সন চালু করেছে ব্যাংক এশিয়া। বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে স্মার্ট অ্যাপের নতুন ভার্সন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এন এম মাহফুজ, উপব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হোছাইন ও আলমগীর হোসেন, কোম্পানি সেক্রেটারি এস এম আনিসুজ্জামান, মানবসম্পদ বিভাগ প্রধান আল্কনা কে চৌধুরী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা সাইফুল ইসলাম, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল প্রধান মনিরুজ্জামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।