২৫ আগস্ট ২০১৭ শুক্রবার, ১১:৩১ পিএম
শেয়ার বিজনেস24.কম
দুর্নীতির অভিযোগে স্যামসাং এর ভাইস প্রেসিডেন্ট লি জি ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত।আজ শুক্রবার সিউল কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট আদালত এ রায় দেয়।
৪৯ বছর বয়সী লি জি ইয়ং এ অর্থ কেলেঙ্কারির ঘটনা দক্ষিণ কোরিয়ায় আলোড়ন সৃষ্টি করে ।এ কেলেঙ্কারির কারণে দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাই পদত্যাগে বাধ্য হন।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার ১২ বছরের কারাদণ্ড আবেদন করেছিল। তবে লি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ, সরকারি সুযোগ-সুবিধার বিনিময়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বান্ধবী চোই সুন সিল পরিচালিত ফাউন্ডেশনগুলোতে অনুদান দেওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয় তাকে।
এর আগে গত জানুয়ারিতে লি জি ইয়ংকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে সে সময় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।