facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

স্যামসাং বিপর্যয়ের সুযোগ নিতে পারল না অ্যাপল


২৬ অক্টোবর ২০১৬ বুধবার, ০৮:২৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


স্যামসাং বিপর্যয়ের সুযোগ নিতে পারল না অ্যাপল

গ্যালাক্সি নোট ৭ বিক্রি বন্ধ হওয়ায় বাজার দখলের পূর্ণ সুযোগ থাকলেও আইফোন ৭ বিক্রি কমেছে। সেদিক থেকে এবার অ্যাপলের রাজস্ব ও মুনাফা দুটোই কমেছে। তবে আলাদাভাবে সেবাখাতে তাদের রাজস্ব বেড়েছে। আর এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরাও কিছুটা হতাশ। দরপতন হয়েছে শেয়ারে।

অ্যাপল জানিয়েছে, তৃতীয় প্রান্তিকের শেষে তাদের সেবা খাতে রাজস্ব ২৪ শতাংশ বেড়ে ৬.৩ বিলিয়ন ডলার হয়েছে। যেখানে আগের প্রান্তিকে ১৯ শতাংশ বেড়ে হয়েছিল ৫.৯৭ শতাংশ। এই সেবার মধ্যে আছে ইন্টারনেট, অ্যাপল কেয়ার, অ্যাপল পে এবং লাইসেন্স।

দ্বিতীয়বারের মতো অ্যাপল তাদের ডিভাইস বিক্রির হিসাব থেকে সেবা খাতের আয়-ব্যয়ের হিসাব আলাদা করে দেখালো। বলা হয়, এভাবে তারা দেখাতে চায় যে অ্যাপল শুধু ডিভাইস বিক্রি না করেও আয় করতে সক্ষম।

তবে একই সময়ে গত বছরের তুলনায় অ্যাপলের রাজস্ব প্রায় ৯ শতাংশ কমেছে। এবং মুনাফা ১৯ শতাংশ কমে হয়েছে ৯ বিলিয়ন ডলার।
অ্যাপল বলছে, তৃতীয় প্রান্তিকে তারা ৪৫.৫১ মিলিয়ন আইফোন বিক্রি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রির ৫ শতাংশ কম। যদিও বাজার বিশ্লেষকদের প্রাক্কলিত ৪৪.৮ মিলিয়নের চেয়ে এ সংখ্যা এখনো বেশি।

তবে সেবা খাতে রাজস্ব বৃদ্ধি এবং প্রাক্কলিত সংখ্যার চেয়েও বেশি পরিমাণ আইফোন বিক্রি সত্ত্বেও পুঁজিবাজারে বিনিয়োগকারীরা মোটেও অনুপ্রাণিত হয়নি। বিবিসি জানিয়েছে, অ্যাপলের শেয়ারের দাম পড়েছে ৩ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, স্যামসাং এর বিপর্যয়ের সুযোগ নিতে ব্যর্থ হয়েছে অ্যাপল। এর আপাত কারণ মনে হয় নতুন আইফোনের চাহিদা সৃষ্টিতে অক্ষমতা। এছাড়া তাদের গ্রস মুনাফা ৩৯.৯ শতাংশ থেকে ৩৮ শতাংশে পড়ে গেছে। এটিই সম্ভবত বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে।

তারপরও অ্যাপলের সিইও টিম কুক বলছেন, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে শক্তিশালী অবস্থানে আছে কোম্পানি। এছাড়া তারা আশা করছেন, পরের প্রান্তিকে ৭৬ থেকে ৭৮ বিলিয়ন ডলারের রেকর্ড রাজস্ব আয় হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ