৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ০১:১৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
২০২৫ সালে বাংলাদেশ থেকে হজ পালন করতে ইচ্ছুকদের জন্য দুটি সরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সাধারণ হজ প্যাকেজ-১ এর জন্য খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ-২ এর জন্য খরচ হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ নির্ধারিত হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যা গতবারের তুলনায় প্রায় ১ লাখ টাকা কম।
কাবা শরীফের নিকটবর্তী অবস্থান
এই প্যাকেজগুলোতে কাবা শরীফের নিকটস্থ অবস্থানের ওপর ভিত্তি করে সুবিধা প্রদান করা হবে। প্যাকেজ-১ এর হজযাত্রীরা কাবা শরীফ থেকে ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে অবস্থান করতে পারবেন, আর প্যাকেজ-২ এর হজযাত্রীরা থাকবেন ২.৫ থেকে ৩ কিলোমিটারের মধ্যে।
সরকারি ব্যবস্থাপনায় বিশেষ সুবিধা
সরকারি প্যাকেজ-১ এর আওতায় মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববীর নিকটে দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। এছাড়া, মক্কায় যাতায়াতের জন্য বাসের সুবিধাও দেওয়া হবে। মিনায় তাবুর অবস্থান থাকবে গ্রিন জোনে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সেবা প্রদান করা হবে। প্যাকেজ-২ এর ক্ষেত্রে মদিনায় মার্কাজিয়া এলাকায় আবাসন এবং কাবা শরীফের ১.৫ কিলোমিটারের মধ্যে থাকার সুযোগ থাকবে।
অতিরিক্ত সুবিধা
দুটি প্যাকেজেই মক্কা, মদিনা ও জেদ্দায় আবাসনে এটাচড বাথরুমসহ প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। হোটেলে রেফ্রিজারেটরের পাশাপাশি মক্কা-মদিনায় যাতায়াতের জন্য বাস এবং মিনার তাঁবুতে যাতায়াতে ট্রেন সেবা থাকবে। তাছাড়া মোয়াল্লেমের মাধ্যমে মিনায় এবং আরাফায় খাবার পরিবেশন করা হবে।
প্রাথমিক চিকিৎসা ও ঔষধ সেবা
সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য মক্কা, মদিনা ও জেদ্দায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হবে।
হজের সম্ভাব্য তারিখ
২০২৫ সালে চাঁদ দেখাসাপেক্ষে ৫ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজব্রত পালন করবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জনের জন্য ব্যবস্থা করা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।