facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ অক্টোবর শুক্রবার, ২০২৪

Walton

হাজার মামলায় জড়িত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২১ কোম্পানি


১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার, ১০:০২  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


হাজার মামলায় জড়িত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২১ কোম্পানি

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন ২১ কোম্পানি প্রায় এক হাজার মামলায় জড়িয়ে আছে। এসব মামলার অধিকাংশই গ্রাহক ও কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে। দিনের পর দিন এসব মামলা চলছেন আদালতে। বিভিন্ন কোম্পানির সূত্রে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রে গ্রাহক মামলায় জিতে যাচ্ছে। বিশেষ করে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর মামলার রায় গ্রাহকের পক্ষে যাচ্ছে। ফলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, উচ্চ আদালতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চারটি, বাংলাদেশ তৈল-গ্যাস-খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলার) ৩২টি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ৪৭টি, বিস্ফোরক অধিদপ্তরের চারটি, খনিজসম্পদ ব্যুরোর (বিএমডি) চারটি, হাইড্রোকার্বন ইউনিটের ১৭৫টি, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্সে) ৪৭টি, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমসিএল) দুটি, গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) দুটি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ২৪টি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) দুটি ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ২১টি মামলা রয়েছে।

সবচেয়ে বেশি মামলা রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৪৩৯টি। এ ছাড়া রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) সাতটি, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের (এসজিসিএল) ১৪টি, সিলেট গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন

কোম্পানির (এসজিএফএল) ১৬টি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (জেজিটিডিএএল) ৭২টি, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির (এমজিএমসিএল) ১০টি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের তিনটি এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের পাঁচটি মামলা রয়েছে। এই হিসাব চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: