facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

হাথুরুসিংহের ফেরা নিয়ে যা জানাল বিসিবি


১৭ এপ্রিল ২০২৪ বুধবার, ০৬:১২  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


হাথুরুসিংহের ফেরা নিয়ে যা জানাল বিসিবি

গুঞ্জন রটেছিল যে নিজ কর্মস্থল বিসিবিতে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আর ফিরছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে বিষয়টি। তবে হাথুরুসিংহে ঢাকায় না ফেরার গুঞ্জনটি সত্য নয় বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।

এ ছাড়া জানা যায় জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দিবেন টাইগার হেডমাস্টার। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটায় জানায় ক্রিকেট অপারেশন্সের বর্তমান চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানান, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল দেশে ফিরছেন হাথুরুসিংহ। ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুর।
কোচদের দলে ফেরা নিয়ে জালান বলেন, ‘হাথুরুসিংহ দেশে আসবেন ২১ তারিখ, অন্য সবাই ২২-২৩ তারিখের মধ্যে যোগদিবেন দলের সঙ্গে। বর্তমানে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ দলের সঙ্গে আছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছে তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবে।’

বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের এই সাবেক লেগ স্পিনার দলে যোগ দেবার বিষয়টি এক বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নয়া দায়িত্ব পেয়ে মুশতাক আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসাবে যোগ দিতে পারা আমার জন্য দারুণ সম্মানের। আমি কাজ করতে মুখিয়ে আছি। আমি আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, কারণ তাঁরা প্রশিক্ষণযোগ্য। আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশ অন্যতম বিপজ্জনক এক দল। তাঁরা যেকোন দলকে হারাতে পারে, কারণ তাঁদের সক্ষমতা, রিসোর্স ও ট্যালেন্ট রয়েছে। আমি তাদেরকে এই বিশ্বাস ভেতরে প্রবেশ করিয়ে দিতে চেষ্টা করব। আমি দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।’

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ নিয়ে জালান বলেন, ‘মুশতাক কোচিংয়ে থাকা অবস্থায় দেশের বিভিন্ন অঞ্ছল থেকে যারা লেগ স্পিনাররা বেড় হয়ে আসছে, এবং যারা এক্সপোজার পায়নি, তাদের জন্য ট্যালেন্ট হান্ট (স্পিনার হান্ট) করতে পারি। এতে ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ