facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

‘হানিমুন’ নিয়ে কৌতুক, উপস্থাপককে কষে চড়


২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ০৪:৪৬  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


‘হানিমুন’ নিয়ে কৌতুক, উপস্থাপককে কষে চড়

‘হানিমুন’ নিয়ে কৌতুক শুনেই রেগে আগুন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা শাজিয়া মঞ্জুর। লাইভ টিভি শোতে এক কৌতুকশিল্পীকে চড়থাপ্পড় মারেন তিনি। শুধু একবার নয়, বেশ কয়েকবার দেশের জ্যেষ্ঠ কমেডিয়ান শেরি নানহাকে চড় মারেন গায়িকা। ‘পাবলিক ডিমান্ড’ নামের ওই অনুষ্ঠান সরাসরি চলাকালীন সময়ে কৌতুক করে শাজিয়া মঞ্জুরকে বিয়ের পর হানিমুনে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন ওই কমেডিয়ান।

কমেডিয়ান শেরি নানহা বলেন, ‘ধরেন, আমরা বিয়ে করলাম। বিয়ের পর আপনাকে মন্টে কার্লোতে হানিমুনে নিয়ে যাব। আপনি কি বলবেন, কোন ক্লাসে যেতে চান?’ এই কথা শুনে তো রেগে আগুন গায়িকা।

তিনি নিজের আসন ছেড়ে উঠে বলেন, ‘লোকটি মনে হচ্ছে তৃতীয় শ্রেণির। শেষবারও আপনাকে বলেছিলাম? সবাই ভেবেছে, প্র্যাঙ্ক। এবার তো “হানিমুন”–এর কথা বলছেন। লজ্জা নেই আপনার? আপনার উদ্দেশ্যটা কী? হানিমুন! একজন নারীর সঙ্গে “হানিমুন” নিয়ে কথা বলছেন? মানুষ জানে না, শেষবারও আমার সঙ্গে তিনি বেয়াদবি করেছেন। সবাইকে বলেছি, এটা প্র্যাঙ্ক, তখনো আপনাকে আমি বকেছি!’

এসব কথা বলতে বলতে শেরি নানহাকে মারতে থাকেন গায়িকা শাজিয়া। প্রথম থাপ্পড়েই নানহার মাথার পাগড়ি ছিটকে পড়ে যায় মেঝেতে। এ সময় অনুষ্ঠানে তাকে আর কখনোই দেখা যাবে না বলেও প্রতিজ্ঞা করেন জনপ্রিয় এই গায়িকা। যদিও শাজিয়াকে শান্ত করতে এগিয়ে আসেন অনুষ্ঠানের অন্যান্য কলাকুশলীরা। উপস্থাপক নানহাকে বলতে থাকেন, ‘স্ক্রিপ্টের বাইরে কিছু করা যাবে না।’

টিভি অনুষ্ঠানে কমেডিয়ানকে মারার দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ‘আগে থেকেই লেখা ছিল, স্ক্রিপ্টেড।’ আবার কেউ বলছেন, ‘এমন ঘটনা স্ক্রিপ্টেড কীভাবে হয়?’ অনেকে বলছেন, ‘অনুষ্ঠানকে জনপ্রিয় করতে আগে থেকেই ঘটনা সাজানো হয়েছিল।’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও চলছে ব্যাপক টানাপোড়েন। তবে কোনটা সত্যি, কোনটা মিথ্যা—সেটি এখনো স্পষ্ট করেনি টেলিভিশনটির কর্তৃপক্ষ। পাকিস্তানে বেশ জনপ্রিয় প্লেব্যাক ও ফোক গায়িকা শাজিয়া মঞ্জুর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: