০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১১:৪২ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শনিবার সকালে সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘুরপাক খাচ্ছে। শুক্রবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতা এখানে একটু বেশিই অনুভূত হয়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, তীব্র শীতের কারণে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রা প্রায় থমকে গেছে। বিশেষ করে চা ও পাথর শ্রমিকরা কুয়াশা ভেদ করে ভোর থেকেই কাজে নেমে পড়তে বাধ্য হচ্ছেন। স্থানীয় শ্রমিকরা জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে এই এলাকায় প্রচণ্ড ঠাণ্ডা থাকে। কুয়াশায় ঢেকে থাকা রাস্তাঘাটের মধ্যেই তাদের দৈনন্দিন কাজ করতে হয়।
শীত মোকাবিলায় গরম কাপড়ের সংকট দেখা দিয়েছে অনেকের মধ্যেই। স্থানীয়রা জানান, সরকারি ও বেসরকারি সহযোগিতা ছাড়া এ শীত তাদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে।
উল্লেখ্য, তেঁতুলিয়া দেশের শীতপ্রবণ এলাকার মধ্যে অন্যতম। প্রতিবছর এই সময় হিমালয় ঘেঁষা এই অঞ্চল শীতের চাদরে ঢেকে যায়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।