facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

হিমালয়ের হিমেল হাওয়ায় কাঁপছে তেঁতুলিয়া


০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১১:৪২  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


হিমালয়ের হিমেল হাওয়ায় কাঁপছে তেঁতুলিয়া

 

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শনিবার সকালে সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে ঘুরপাক খাচ্ছে। শুক্রবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতা এখানে একটু বেশিই অনুভূত হয়।

শীতের দাপটে বিপাকে মানুষ

সরেজমিনে ঘুরে দেখা গেছে, তীব্র শীতের কারণে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রা প্রায় থমকে গেছে। বিশেষ করে চা ও পাথর শ্রমিকরা কুয়াশা ভেদ করে ভোর থেকেই কাজে নেমে পড়তে বাধ্য হচ্ছেন। স্থানীয় শ্রমিকরা জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে এই এলাকায় প্রচণ্ড ঠাণ্ডা থাকে। কুয়াশায় ঢেকে থাকা রাস্তাঘাটের মধ্যেই তাদের দৈনন্দিন কাজ করতে হয়।

শীত মোকাবিলায় গরম কাপড়ের সংকট দেখা দিয়েছে অনেকের মধ্যেই। স্থানীয়রা জানান, সরকারি ও বেসরকারি সহযোগিতা ছাড়া এ শীত তাদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে।

উল্লেখ্য, তেঁতুলিয়া দেশের শীতপ্রবণ এলাকার মধ্যে অন্যতম। প্রতিবছর এই সময় হিমালয় ঘেঁষা এই অঞ্চল শীতের চাদরে ঢেকে যায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ