২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার, ১০:১৫ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
পিএসএলের ম্যাচ চলাকালে মাঠে পরিবারের সদস্যরা হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। ‘অগ্রহণযোগ্য’ আচরণের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের শরণাপন্ন হয়েছেন। তার এই অভিযোগ পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্সের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে।
তবে এমন অভিযোগ তিনি সামনে এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে। নিজের টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে আমির লিখেছেন, ‘মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য আচরণে আমরা বিস্মিত, যিনি আমার পরিবারের সঙ্গে বাজে আচরণ করেছেন। অহংকারী মনোভাব নিয়ে তিনি মাঠের মালিকানা নিজের দাবি করে সম্পূর্ণ অন্যায্যভাবে ম্যাচ চলাকালে মাঠ থেকে বের করে দিয়েছেন পরিবারের সদস্যদের।’ এরপর ওই টুইটে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়মকে মেনশন করে লিখেন, ‘ক্ষমতার এই অপব্যবহার কোনোভাবেই মানা যায় না! কর্তৃপক্ষকে তাৎক্ষণিক এই সমস্যার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।’
বর্তমানে পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলের নবম আসর চলছে। যেখানে বাঁ-হাতি পেসার আমির খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ দামের ক্যাটাগরি প্ল্যাটিনাম রাউন্ড থেকে তাকে দলটি দলে ভেড়ায়। এর আগে ২০১৬ আসর থেকে করাচি কিংসের হয়ে খেলে আসছিলেন এই তারকা। এদিকে, চলতি আসরে মাঠের পারফরম্যান্সে ধরাছোঁয়ার বাইরে মুলতান। দলটির নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
এর আগে পিসিবির সঙ্গে মতপার্থক্যের জেরে ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। যদিও এরপর থেকে তিনি বিশ্বব্যাপী নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলে আসছেন। সাম্প্রতিক সময়ে একাধিকবার জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে নিজের অনিচ্ছার কথা জানান আমির। এমনকি মোহাম্মদ হাফিজ পাকিস্তানের টিম ডিরেক্টর থাকাকালে তার সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু তার প্রস্তাব ফিরিয়ে আপাতত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই মনোযোগ বলে জানান ৩১ বছর বয়সী এই পেসার।
বর্তমানে পাকিস্তানের পেস বিভাগের নেতৃত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহরা। ইতোমধ্যে তাদের লাইনআপ থেকে আরও বেশ কয়েকজন তরুণ পেসারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। তরুণদের সুযোগ করে দেওয়ার জন্যও জাতীয় দলে ফেরার ইচ্ছা নেই বলে মন্তব্য আমিরের।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।