facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

হোঁচট খেয়ে শুরু রিয়ালের


১৯ আগস্ট ২০২৪ সোমবার, ১০:১৩  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


হোঁচট খেয়ে শুরু রিয়ালের

এমনিতেই তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই মৌসুমে দলে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও এন্দ্রিকের মতো প্রতিভাবানরা। তবে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা মোটেও ভালো করতে পারল না গ্যালাকটিকোরা। মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রোববার প্রতিপক্ষের মাঠে শুরুতে সফরকারিদে রদ্রিগো এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন ভেদাত মুরিচি।

এর আগে গত সপ্তাহে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মৌসুম শুরু করে রিয়াল। দলটির জার্সিতে অভিষেকের উপলক্ষ গোল করে রাঙান কিলিয়ান এমবাপে। লা লিগা অভিষেকে অবশ্য তেমন কিছু করে দেখাতে পারলেন না বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন জুড বেলিংহ্যাম।

পাশাপাশি আরেকটি ধাক্কাও খেয়েছে রিয়াল। শেষ বাঁশি বাজার আগে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছেন ফেরলঁদ মঁদি। পরের লিগ ম্যাচে আগামী রোববার রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে এই ফরাসি ডিফেন্ডারকে পাবে না শিরোপাধারীরা।

এদিন দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে ভিনিসিউস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ে শট নেন রদ্রিগো, দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল।

তবে বিরতির পর অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে ঠিকানা খুঁজে নেন কসোভোর ফরোয়ার্ড মুরিচি। যোগ করা সময়ে মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন মঁদি। এরপরই বাজে শেষ বাঁশি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ