facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করবেন যেভাবে


১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার, ১০:২৪  এএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করবেন যেভাবে

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। কিন্তু অনেক সময় পরিচিত বা অপরিচিত ব্যক্তির পাঠানো অবাঞ্ছিত বার্তার কারণে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটিতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

তবে চাইলেই হোয়াটসঅ্যাপে অবাঞ্ছিত বার্তা প্রেরকের অ্যাকাউন্ট ব্লক করা সম্ভব। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ব্লক করার পদ্ধতি দেখে নেওয়া যাক—

হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তিকে ব্লক করার জন্য প্রথমে সেই ব্যক্তির অ্যাকাউন্টের চ্যাটবক্সে প্রবেশ করতে হবে। এরপর ওপরে থাকা নাম বা নম্বরে ট্যাপ করে পরবর্তী পেজের নিচে থাকা ব্লক অপশন নির্বাচন করতে হবে। একটি পপআপ বার্তা দেখা যাবে।

বার্তায় ব্লক করার বিষয়টি নিশ্চিত করে ‘ব্লক’ অপশনে ট্যাপ করলেই অ্যাকাউন্টটি থেকে কোনো বার্তা আপনার ঠিকানায় পাঠানো যাবে না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ