০৯ এপ্রিল ২০২৩ রবিবার, ১১:৫৮ এএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
হোয়াটসঅ্যাপ ব্যবহার করে স্টোরি দেয়া যাবে ফেসবুকেও। এমনই নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। ওয়েবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এরই মধ্যে ফিচারটি পরীক্ষা শুরু করেছে। বর্তমানে দুই অ্যাপে আলাদা ভাবে স্টোরি আপলোড করতে হয়। এই ফিচার চালু হলে তা করতে হবে না।
বর্তমানে ফিচারটি ইনস্টাগ্রামে ব্যবহার করা যায়। একই স্ট্যাটাস ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই সময়ে শেয়ার করা যায়। ওয়েবেটাইনফো বলছে, নতুন অপশনটি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রাইভেসি সেটিংয়ে যোগ করা হবে। সেখানে ব্যবহারকারীরা তাদের ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যা পরবর্তীতে ডিসেবেলও করতে পারবেন।
ব্যবহারকারী যদি এই অপশন অন করে রাখেন তাহলে তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অটোমেটিক্যালি ফেসবুকে শেয়ার হবে। এই ফিচারের ফলে ব্যবহারকারীদের শুধু সময়ই বাঁচবে না স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রেও উত্সাহ পাবেন।
এর আগে ওয়েবেটাইনফো জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ তার অ্যাপে এমন একটি অপশন আনতে পারে যা ব্যবহারকারীদের কোনো চ্যাট আলাদাভাবে লক করা। এমনকি অন্যদের থেকে তা লুকিয়ে রাখার সুবিধাও দেবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।