০৬ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার, ০৯:১৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ পুলিশে ১০ হাজার ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নিয়োগ করা হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদসংখ্যা: ১০ হাজার (সাড়ে ৮ হাজার পুরুষ এবং ১,৫০০ নারী)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি/সমমান
বয়স: ৩১ আগস্ট ২০১৬ তারিখে ১৮-২০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
শর্ত: বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
সাধারণের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুক স্বাভাবিক ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩৩ ইঞ্চি।
মুক্তিযোদ্ধার সন্তানদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩১ ইঞ্চি।
উপজাতীয় প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক স্বাভাবিক ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩৩ ইঞ্চি।
সব কোটার নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।
বেতন: ২১,৮০০ টাকা। এ ছাড়া ভাতা ও অন্যান্য সুবিধা।
পরীক্ষার সময়সূচি
লক্ষণীয়: লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজ নিজ জেলার পুলিশ লাইন্সে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে হবে।
সূত্র: ইত্তেফাক, ০৬ সেপ্টেম্বর ২০১৬
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।