১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ০৭:৫৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
চট্টগ্রামের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান রুবি ফুড প্রোডাক্টসের বিপুল পরিমাণ ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে প্রতিষ্ঠানটির সম্পত্তি নিলামে তুলেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকের দাবি, রুবি ফুডের কাছে তাদের পাওনা ১,২৪৪ কোটি টাকা।
ঋণের বিপরীতে বন্ধক রাখা চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী এলাকায় অবস্থিত সাড়ে ছয় একর জমি নিলামে তোলা হয়েছে। ইতোমধ্যে ব্যাংকটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আগামী ১০ মার্চের মধ্যে আগ্রহী ক্রেতাদের খাতুনগঞ্জ শাখায় দরপ্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
রুবি ফুড প্রোডাক্টস চট্টগ্রামের বিএসএম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যার মালিকানা আবুল বশর চৌধুরীর হাতে। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি ইউসিবির গ্রাহক হিসেবে ঋণ নিয়ে আসছিল। তবে পরিচালনা পর্ষদে পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে।
ডলার সংকট ও ঋণপত্র জটিলতার কারণে ব্যবসায় ধাক্কা খায় রুবি ফুড। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ঋণের দায় মেটাতে ব্যাংক আইনি ব্যবস্থা নিয়ে সম্পত্তি নিলামে তোলে।
এ প্রসঙ্গে বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, ‘ডলার সংকটের কারণে আমাদের ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যাংকগুলো সময়মতো ঋণপত্র না খোলায় আমদানি করা পণ্য বন্দরে আটকে যায়। তবে ব্যাংকগুলো সহায়তা করলে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।