facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

১৩ বছর পরে খেলা পিচে এক দিনে পড়ল ১৭ উইকেট


১৬ আগস্ট ২০২৪ শুক্রবার, ০১:৩৯  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


১৩ বছর পরে খেলা পিচে এক দিনে পড়ল ১৭ উইকেট

দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে গায়ানার প্রভিডেনস স্টেডিয়ামে ১৩ বছর পর ফিরল টেস্ট ক্রিকেট। ফেরার এই ম্যাচে প্রথম দিনেই পতন হলো ১৭ উইকেটে। গায়নারই সন্তান শামার জোসেফের তোপে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৬০ রানে। জবাব দিতে নেমে প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার ও নান্দ্রে বার্গারের তোপে পড়ে ক্যারিবিয়ানরা। তারা দিন শেষ করে ৭ উইকেটে ৯৭ রান নিয়ে।

টস জিতে এদিন ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তবে যেই আশায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি পূরণ করতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। ২০ রানেই তারা হারায় টনি ডি জর্জি, এইডেন মার্করাম ও টেম্বা বাভুমাকে। ৫৭ রান পর্যন্ত আর কোনো উইকটে হারায়নি প্রোটিয়ারা। তবে এরপর আবারও শুরু হয় উইকেটের মিছিল।

৫৭ রান থেকে ৯৭ রানের মধ্যে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও কাইল ভেরেইন্নি ছাড়া কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। ৯৭ রানে ৯ উইকেট হারানো দল যখন এক শ রানের মধ্যেই অলআউট হওয়ার শঙ্কায় তখনই আলো দেখান ডেন পিট ও নান্দে বার্গার। দশম উইকেটে এই দুজন গড়েন ৬৩ রানের জুটি। শেষ পর্যন্ত ১৬০ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ২৩ রান করে বার্গার আউট হলেও ৩৮ রানে অপরাজিত ছিলেন পিট।

ক্যারিবিয়ানদের হয়ে একাই ৫ উইকেট নেন অস্ট্রেলিয়ায় আগুনে বোলিং করে আলোচনায় আসা শামার জোসেফ। ১৪ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে এই উইকেট নেন তিনি। ৪৫ রান খরচায় ৩ উইকেট শিকার আরেক পেসার জেইডন সিলসের।

ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরু থেকেই ভুগতে থাকে। দলের প্রথম পাঁচ ব্যাটারদের মধ্যে একমাত্র কেসি কাটিংই দুই অঙ্কের রানের দেখা পান। এক অঙ্কের রানেই আউট হন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, মিকাইল লুইস, আলিক আথানেজ ও কেভাম হজ। কার্টির ব্যাট থেকে আসে ২৬ রান। ছয়ে নামা জেসন হোল্ডার ব্যাট হাতে দৃঢ়তা দেখাতে না পারলে প্রথম দিনেই অলআউট হয়ে যেত ক্যারিবিয়ানরা। শেষের দিকে জশুয়া ডি সিলভা ও গুদাকেশ মোটির উইকেট হারালেও ৩৩ রানে অপরাজিত আছেন হোল্ডার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ