facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

১৩ বছর বয়সেই ৪৯ সেঞ্চুরি: বৈভব সূর্যবংশী এবার আইপিএলের নিলামে!


১৬ নভেম্বর ২০২৪ শনিবার, ১২:২৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


১৩ বছর বয়সেই ৪৯ সেঞ্চুরি: বৈভব সূর্যবংশী এবার আইপিএলের নিলামে!

মাত্র ১৩ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের নাম উজ্জ্বল করে তুলেছেন বৈভব সূর্যবংশী। বয়স ১৩ বছর ২৩৪ দিন হলেও এই তরুণ প্রতিভা ইতোমধ্যে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। এটি যুব টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এবং সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার বিরল রেকর্ড।

এবার সেই বৈভব জায়গা করে নিয়েছেন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায়। আইপিএল কর্তৃপক্ষ গতকাল প্রকাশিত তালিকায় এই বিস্ময়বালকের নাম নিশ্চিত করেছে।

প্রথম শ্রেণির অভিষেক

মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন বৈভব। যদিও সেখানে খুব বড় ইনিংস খেলার সুযোগ পাননি। প্রথম পাঁচ ম্যাচে ১০০ রান করেছেন, যেখানে সর্বোচ্চ ইনিংস ছিল ৪১ রানের।

ঘরোয়া ক্রিকেটে দাপট


বৈভব ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল। হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০-এর বেশি রান এবং ভিনু মানকড় ট্রফিতে ৫ ম্যাচে ৪০০ রান করে নজর কেড়েছেন। রানধির বার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে একটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে।

এক বছরে ৪৯ সেঞ্চুরির দাবি!


বিভিন্ন টুর্নামেন্টে এক বছরে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন বৈভব, এমন দাবিও উঠেছে ভারতীয় সংবাদমাধ্যমে। যদিও এই সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে বৈভবের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই।

আইপিএল নিলামে ভবিষ্যতের বিনিয়োগ?

বৈভবের বয়স কম হওয়ায় আইপিএলের দলগুলো তাকে ভবিষ্যতের পরিকল্পনায় রেখে কম মূল্যে কিনে দলে অন্তর্ভুক্ত করতে পারে। এই মেগা নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দায়।

দেখা যাক, আইপিএলের এই মঞ্চে বৈভব সূর্যবংশী নতুন অধ্যায় রচনা করতে পারেন কি না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: