facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

১৫৩ জ্যেষ্ঠ কর্মকর্তা নেবে সোনালী ও জনতা ব্যাংক


০৪ অক্টোবর ২০১৭ বুধবার, ১০:০৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


১৫৩ জ্যেষ্ঠ কর্মকর্তা নেবে সোনালী ও জনতা ব্যাংক

সরকারি মালিকানাধীন সোনালী ও জনতা ব্যাংক ১৫৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ দেবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত এই দুই ব্যাংকের আইটি/আইটিসি বিভাগের শূন্য পদে এ নিয়োগ দেওয়া হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সোনালী ব্যাংক লিমিটেডে ৮৫ জন এবং জনতা ব্যাংকে ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে।

আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়সসীমা ১ অক্টোবর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

এসব পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুসারে ২২০০০-২৩১০০-২৪২৬০ থেকে ৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ টাকা হবে। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইলেকট্রিকাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/পদার্থ/ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: