facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

১৫৫ কোটি টাকা বকেয়া, রিং শাইনের ৫ প্লটের লিজ বাতিল!


০৩ মার্চ ২০২৫ সোমবার, ১২:৩৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


১৫৫ কোটি টাকা বকেয়া, রিং শাইনের ৫ প্লটের লিজ বাতিল!

 

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) ১৫৫ কোটি টাকা বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের বরাদ্দকৃত পাঁচটি প্লটের জমির ইজারা চুক্তি (লিজ) বাতিল করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, চুক্তি বাতিলের বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি রিং শাইনকে চিঠি দিয়েছে বেপজা কর্তৃপক্ষ।

জানা গেছে, ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রিং শাইনের কাছে বেপজার ১২.৮০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। বাংলাদেশী টাকায় প্রায় ১৫৪ কোটি ৮০ লাখ টাকার সমান। কোম্পানিটি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এই বকেয়া পরিশোধ করতে সক্ষম নয়। কারণ তাদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) তহবিল এখনও অবমুক্ত হয়নি। বর্তমানে বেপজার সাথে জমি লিজ চুক্তির অধীনে কোম্পানির ৫০টি প্লট রয়েছে।

বেপজা দাবি করেছে, রিং শাইন দীর্ঘদিন ধরে তার পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে এবং একাধিক সুযোগ দেওয়ার পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর মধ্যে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে ২১ দিনের নোটিশ এবং ১৮ নভেম্বর ২০২৪ তারিখে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। রিং শাইন কোনো প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করেনি।

৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত কোম্পানিটি মাত্র ১ লাখ ৫৫ হাজার ৬৪৭ ডলার পরিশোধ করেছে। কিন্তু তাদের মোট বকেয়া পাওনা ছিল ১ কোটি ২৭ লাখ ৯৭ হাজার ৪৪২ ডলার। এই পরিস্থিতিতে বেপজা কোম্পানির জমির লিজ চুক্তি বাতিল করেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: