facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

১৬ কোটির শেয়ার কিনছেন পরিচালক! এসিআইতে বিনিয়োগের হিড়িক


১৪ এপ্রিল ২০২৫ সোমবার, ০৯:১০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


১৬ কোটির শেয়ার কিনছেন পরিচালক! এসিআইতে বিনিয়োগের হিড়িক

শেয়ারবাজারে আলোড়ন! এসিআই পিএলসি-র পরিচালক সুস্মিতা আনিস ঘোষণা দিয়েছেন, তিনি আগামী ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেট থেকে কোম্পানিটির ৭ লাখ ৭৫ হাজার শেয়ার কিনবেন। রোববার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, ঘোষণার দিন এসিআইর শেয়ারদর ছিল ২০১ টাকা ৩০ পয়সা। সেই হিসেবে এই বিনিয়োগের মোট বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা। এর আগেও, চলতি বছরের জানুয়ারিতে সুস্মিতা আনিস ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কিনেছিলেন। বর্তমানে তার হাতে রয়েছে ৩২ লাখ ১১ হাজার শেয়ার, যা কোম্পানির মোট শেয়ারের ৩.৬৬ শতাংশ

এসিআইতে শুধু তিনিই নন, শীর্ষ কর্তাব্যক্তিরাও বড় অঙ্কে শেয়ার কিনেছেন।

  • ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা কিনেছেন ৩১ লাখ শেয়ার

  • চেয়ারম্যান আনিস উদ দৌলা নিয়েছেন ১৬ লাখ শেয়ার

এর ফলে, কোম্পানির পরিচালক ও স্পনসরদের সম্মিলিত শেয়ারধারণ বেড়ে দাঁড়িয়েছে ৪৩.১৬ শতাংশ, যেখানে আগে তা ছিল মাত্র ৭.০৯ শতাংশ

শুধু ব্যক্তিপর্যায়ের নয়, প্রতিষ্ঠানিক বিনিয়োগেও এসিআই-তে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে।

  • ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মার্চে কিনেছে ২৮ লাখ ৯৯ হাজার শেয়ার, বর্তমানে তাদের মালিকানা বেড়ে হয়েছে ৯.৬৪ শতাংশ

  • আর শান্তা হোল্ডিংস লিমিটেড রয়েছে ৫.৩৭ শতাংশ শেয়ারের দখলে

বাজার বিশ্লেষকরা বলছেন, পরিচালকদের এই ধারা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ এসিআইর প্রতি আস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার শক্ত বার্তা দিচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ