১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার, ১১:৩০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বিভিন্ন কারণে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ না নেওয়া এবং পরীক্ষা পেছানোর দাবিতে আবেদনকারী পরীক্ষার্থীদের জন্য সুযোগ করে দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। এমন প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।
আজ মঙ্গলবার এনটিআরসিএ`র সদস্য ড. মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব প্রার্থী বিভিন্ন কারণে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেনি, পরীক্ষা পেছানোর দাবিতে এনটিআরসিএ তে আবেদন করেছ, তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।
প্রতিষ্ঠানটির কার্যালয়ে সকাল ১০টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পূর্ব নির্ধারিত প্রবেশপত্র এবং কাগজপত্র নিয়ে যথাসময়ে এনটিআরসিএ কার্যালয়ে থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৭তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য যে সব আবেদনকারী ইতোমধ্যে আবেদন প্রত্যাহার করে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের পুনরায় এই পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।