facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ


২৯ জুলাই ২০২৪ সোমবার, ১০:০৩  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

ফের ছেলেদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। রোববার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পরবর্তী দুই এশিয়া কাপের আয়োজকের নাম প্রকাশ করেছে। ২০২৫ সালে এশিয়া কাপ আয়োজন করবে ভারত। আর ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।

এশিয়া কাপ ২০২৫ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কেননা ২০২৬ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যার কারণে তার আগে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।

১৩টি করে ম্যাচ থাকবে দুটি আসরেই। যেখানে বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। এছাড়াও বাছাইপর্ব পেরিয়ে একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে টুর্নামেন্ট দুটিতে।

এদিকে এসিসি আরও জানিয়েছে, ২০২৬ সালে মেয়েদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৪, ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রতিটিই ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। পুরুষদের ইমার্জিং এশিয়া কাপের ২০২৪ ও ২০২৬ আসর টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৫ ও ২০২৭ আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

এছাড়া নারীদের ইমার্জিং এশিয়া কাপ ২০২৫ ও ২০২৭ সালে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসব টুর্নামেন্টের আয়োজক দেশ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ